বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

এবার রাজ্যের সাধারণ মানুষের জন্য বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে ‘দুয়ারে সরকার’ প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আরও নতুন দফতর যুক্ত হবে এই প্রকল্পে। আগে যা ছিল তার থেকে আরও ৬ টি বেশি দফতর যুক্ত হতে চলেছে। সব মিলিয়ে মোট ২৪ টি দফতর থাকবে এই ‘দুয়ারে সরকার’ প্রকল্পে। আগে ছিল ১৮টি দফতর। এ বার থেকে ২৪টি দফতরের কাজ হবে এই প্রকল্প থেকে।

গত বছর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই ‘দুয়ারে সরকার’ প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্প থেকেই কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র দান, শিক্ষাশ্রী, ১০০ দিনের কাজ সহ ১০ টি প্রকল্পের কাজ করা হয়। এই বছর করোনার দাপাদাপির কারণে পিছিয়ে গিয়েছে এই প্রকল্পের কাজ। তবে এখন রাজ্যের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে হওয়ায় তা আবার শুরু হতে চলেছে। এর আগে ঘোষণা করা হয়েছিল যে, ‘দুয়ারে সরকার’ প্রকল্প থেকেই করোনা ভাইরাস টিকা পাওয়া যাবে। আলাদা করে আর স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালে লাইন দিতে হবে না কাউকে। এমনই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক একাধিক পরিষেবার সুবিধাও পাওয়া যাবে।

সব জেলাশাসক ও জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারিকদের স্বাস্থ্য দফতর জানিয়েছে যে, এবার থেকে দুয়ারে সরকার প্রকল্পের আওতায় চোখ পরীক্ষা, ডায়বেটিস-সহ বিভিন্ন রোগের চিকিৎসা, এক্স রে বা ইসিজি করা হবে। প্রয়োজন মতো রোগীদের নাম লেখান হবে। সেই প্রেক্ষিতে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে বা সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন তারা। এই একই ভাবে করোনা ভাইরাস টিকা পাওয়া যাবে সেখানে। যারা এখনও পর্যন্ত করোনা টিকা একটিও ডোজ বা দ্বিতীয় ডোজ নেননি, তারা নির্দিষ্ট নথি দেখিয়ে এখান থেকে টিকা পাবেন।