বর্ষপূর্তির দিনেই বড়ো ঘোষণা। গত বছর ঠিক এই দিনে বাংলা বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পেয়েছিল এবং নিশ্চিত হওয়া গিয়েছিল যে শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেস তিনবার পরপর সরকার গঠন করল এবং মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাটট্রিক করলেন। সেই বর্ষপূর্তির দিনেই বিস্ফোরক পোস্ট করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। জানালেন, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! কবে, সেটাও উল্লেখ করলেন।
কুণাল ঘোষ জানান, ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই সালেই অভিভাবক হিসেবে এমন অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। অর্থাৎ ২০৩৬ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হবেন বলেই স্পষ্ট দাবি করলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র। এদিন ফেসবুক পোস্টে তিনি লেখেন, ”তৃণমূল কংগ্রেসের এক সৈনিক হিসেবে বলতে পারি, ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাদি। আর সেই ২০৩৬ সালে তিনি অভিভাবকের মত উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে, যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক। মুখ্যমন্ত্রিত্বে জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ভারতে নজির গড়বেন মমতাদি। তবে তার মধ্যে যদি দিল্লির এবং দেশের দায়িত্ব নিতে হয়, তাহলে পরিস্থিতি আরেকরকম তো হবেই।” তবে এর পাশাপাশি দলকে সতর্কও করেন কুণাল।
তিনি লিখেছেন, ”আমাদের দল বড় হচ্ছে, হবে। কিন্তু আমাদের পা পড়ুক এমনভাবে, যে বড় হওয়ার স্বাভাবিক প্রতিক্রিয়ার সুফল দল পাবে, কিন্তু মেদজনিত নেতিবাচকতা থেকে সতর্ক থাকতেই হবে। সময়ের সঙ্গে নতুনের পদধ্বনিকে স্বাগত জানাতেই হবে, আমরা ছিলাম বলে আর কেউ আসবে না, তা হয় নাকি? আবার নতুনরা মানুন পুরনোরা ভিত গড়ে না দিলে আজকের মঞ্চটাই থাকত না।” প্রসঙ্গত, তৃণমূল সরকারের তৃতীয়বার ক্ষমতায় আসার এক বছর পূর্ণ হল আজ।