বড় ঘোষণা, আগামী দুই মাসের মধ্যে বহু নিয়োগ

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিয়োগ নিয়ে বড় ঘোষণা করে দিলেন। জানালেন, আগামী দু’মাসের মধ্যেই বহু নিয়োগ হবে রাজ্যে।

শিক্ষামন্ত্রী জানান, তাঁর কাছে এখনও পর্যন্ত যা খবর তাতে প্রাথমিকে আগামী এপ্রিল অথবা মে মাসের মধ্যেই ১২ হাজার নিয়োগ হবে। এছাড়া তিনি জানান, আরও শূন্যপদ তারা খতিয়ে দেখেছেন এবং সেই প্রেক্ষিতে বোর্ড সিদ্ধান্ত নিয়ে আগামী দিনে যথেষ্ট পরিমাণে চাকরি হবে প্রাথমিকে। তিনি স্পষ্ট করেন, ধাপে ধাপের প্রধান শিক্ষক থেকে শুরু করে আপার প্রাইমারি, ষষ্ঠ থেকে অষ্টম, নবম-দশম, একাদশ-দ্বাদশ সব ক্ষেত্রে নিয়োগ হবে।

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের নিয়ে বড় মন্তব্য করেছিলেন। এক কথায় বলা যায়, যারা নিয়োগ দুর্নীতির মামলার প্রেক্ষিতে চাকরি হারিয়েছেন তাদের আইনি মাধ্যমেই চাকরি ফেরত দেওয়ার কথা বলেছেন তিনি। এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য, মুখ্যমন্ত্রী আদতে ওই বক্তব্য সারবিকভাবে করেছেন, মানবিক জায়গা থেকে করেছেন।