বড় ঘোষণা, তৈরী হতে চলেছে ভারতের প্রথম ডাবল ডেকার টানেল

বড় ঘোষণা, তৈরি হতে চলেছে দেশের প্রথম ডাবল ডেকার টানেল। বর্তমান সময়ে অটল টানেল হল পৃথিবীর দীর্ঘতম টানেল। এটি মানালি থেকে লাহৌল স্পিতি ভ্যালি পর্যন্ত ৯.০২ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই বিশ্ব রেকর্ডের পর এবার ভারতের আরাবল্লি পর্বতে ৪.৬৯ কিলোমিটার দীর্ঘ একটি টানেল তৈরি হতে চলেছে।

জানা গিয়েছে যে, হরিয়াণা রেল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন আরাবল্লি পর্বতে এই ধরণের ৪.৭ কিলোমিটার ডাবল টানেল নির্মাণ করবে। উল্লেখ্য যে, আরাবল্লি পর্বতে তৈরি হতে চলা এই টানেলটি ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডোরের অধীনে তৈরি করা হবে। এটিই হবে দেশের প্রথম টানেল যার মধ্য দিয়ে একসঙ্গে দু’টি ট্রেন যেতে পারবে। এই টানেলের উচ্চতা হবে ২৫ মিটার।

হরিয়াণা অরবিটাল রেল করিডোরে চলমান ডাবল-ডেকার পণ্যবাহী এবং যাত্রীবাহী ট্রেনগুলি এই টানেলের মধ্য দিয়ে যাবে। এই রেল করিডোরটি মূলত দক্ষিণ হরিয়াণার শিল্প কেন্দ্র যেমন মানেসার এবং সোহনার পাশাপাশি সোনিপাতের খারখোদার জন্য উপকারী হবে। যেটি হল ভবিষ্যতের অটোমোবাইল হাব।