বড় ঘোষণা রাজ্যের তরফে

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে রাজ্যের বড় ঘোষণা। ফের তিনটি নতুন মেডিকেল কলেজ হতে চলেছে রাজ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তিনটি নতুন মেডিকেল কলেজের।

এর ফলে রাজ্যের স্বাস্থ্য মানচিত্রের মুকুটে যুক্ত হবে নতুন পালক। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তমলুকে তাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজ, আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং বারাসতে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মাণ করা হবে।

নতুন মেডিকেল কলেজের ফলে বাড়বে এমবিবিএস-এর আসন সংখ্যা। মুখ্যমন্ত্রী বলেন, ১০৭ কোটি ৭৮ লক্ষ টাকা পানাগড়, ইলামবাজার, দুবরাজপুরে রাস্তার উন্নয়নের জন্য বরাদ্দ করেছে রাজ্য। এছাড়াও সিউড়ি ১, ইলামবাজার, শ্রীনিকেতন, লাভপুর, সাঁইথিয়া, নানুর, দুবরাজপুর, মহম্মদবাজার মিলিয়ে পথশ্রী ২ প্রকল্পের অধীনে নির্মাণ করা হয়েছে ৮৫ কিলোমিটার রাস্তা।