বড় ঘোষণা সরকারের তরফে

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।

এই মাসে অতিরিক্ত কিছু রেশন সামগ্রী পাবেন নির্দিষ্ট এলাকার রেশন কার্ড হোল্ডাররা। পুজোর আগে জঙ্গলমহলের বাসিন্দাদের জন্য অতিরিক্ত খাদ্য সামগ্রী বন্টন করা হবে। রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ কার্ড থাকলে প্রতি মাসে জনপ্রতি তিন কেজি করে চাল এবং দুই কেজি করে আটা দেওয়া হয়।

স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড ও প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড হোল্ডারদের পরিবারের প্রতি সদস্য পিছু তিন কেজি চাল, দুই কেজি গম অথবা তিন প্যাকেট করে আটা বিতরণ করা হবে। অন্ত্যোদয় অন্ন যোজনার কার্ড হোল্ডাররা প্রতিমাসে বিনামূল্যে পেয়ে থাকেন পরিবার প্রতি একুশ কেজি করে চাল, চৌদ্দ কেজি গম বা তেরো কেজি তিনশো গ্রাম আটা।