রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ইতিমধ্যেই সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত যাত্রা শুরু করেছে বিভিন্ন রুটে। রেল চিন্তা ভাবনা শুরু করেছে বন্দে ভারতের আদলে আরো বেশ কিছু ট্রেন নামানো হবে বিভিন্ন রুটে।
অপরদিকে রেল চাইছে ভারতবর্ষে বুলেট ট্রেন পরিষেবা শুরু করার। বুলেট ট্রেনের উচ্চগতির করিডোর তৈরির কাজ চলছে বিভিন্ন জায়গায়। মুম্বাই-আমেদাবাদ হাই স্পিড রেল করিডোর তৈরির পাশাপাশি দেশের আরও সাতটি রুটে তৈরি করা হবে উচ্চগতির করিডোর।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যেই সাতটি রুটে বুলেট ট্রেন চালানোর কথা বলেছেন। যে সাতটি রুটে বুলেট ট্রেন চালানোর কথা হচ্ছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের নামও। এছাড়াও বুলেট ট্রেনের জন্য পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করা হচ্ছে দিল্লি-বারানসী, দিল্লি-আমেদাবাদ, দিল্লি-অমৃতসর, মুম্বাই-নাগপুর, চেন্নাই-মাইসুরু এবং মুম্বাই-আমেদাবাদ রুটে।