রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।
প্রতি বারের মত এবারও রামজান মাসে রেশন বন্টনের ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। থাকছে বিশেষ প্যাকেজ। জানা যাচ্ছে, জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় প্রায় ৬ কোটি গ্রাহককে ভর্তুকি দিয়ে রাজ্য সরকার এই সমস্ত খাদ্য সামগ্রী সরবরাহ করবে। এই বিশেষ প্যাকেজে গ্রাহকরা পেয়ে যাবেন ময়দা, চিনি এবং ছোলা।
রমজান মাসের এই বিশেষ প্যাকেজের জন্য কত পরিমান খাদ্য সামগ্রী প্রয়োজন হবে তা রাজ্যের রেশন ডিলারদের ই পস যন্ত্রের মাধ্যমে অনলাইনে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।