রাজ্যবাসীর জন্য বড় সুখবর মুখ্যমন্ত্রীর তরফে, ঘোষণা মতো এবার কয়েক লক্ষ্য মানুষ নিজেদের বাড়ি পেতে চলেছে। উত্তরপ্রদেশে আগস্ট মাসে ১ লাখ ৪৪ হাজার ২২০ জন দরিদ্র মানুষ তাদের নিজস্ব বাড়ি পেতে চলেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের চিঠির ভিত্তিতে কেন্দ্র গরিব গ্রামবাসীদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদন দিয়েছে।
১৩ই আগস্টের মধ্যে রাজ্য সরকার ইউপিতে গ্রামবাসীদের বাড়ি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবে। দরিদ্রদের ঘর দেওয়ার পাশাপাশি, উত্তর প্রদেশ ভারতের প্রথম রাজ্য হবে যারা গরিবদের সর্বাধিক অর্থাৎ ২১,৬৮,৫৭৪ বাড়ি দিয়েছে।
উল্লেখ্য, ‘সকলের জন্য আবাস’-এর আওতায় এই অতিরিক্ত বাড়িগুলি বরাদ্দ করা হয়েছে। এর অধীনে, এই বাড়িগুলি নির্মাণ এবং বরাদ্দ করতে হবে চলতি অর্থ বছরে অর্থাৎ ২০২৩-২৪ সালেই। মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বাড়িগুলো এক মাসের মধ্যে যোগ্য ব্যক্তিদের বরাদ্দ করতে বলা হয়েছে।