বদলে যেতে চলেছে কিছু নিয়ম, আগামী জুন মাস থেকে নতুন নিয়ম চালু হচ্ছে কলকাতার গণ পরিবহণে। জানানো হয়েছে বাস, ট্যাক্সির মত বাণিজ্যিক গাড়িতে বহু মূল্য এই যন্ত্র বসানো না হলে আর দেওয়া হবে না ফিট সার্টিফিকেট। আগামী ৩১ শে মে এই যন্ত্র বসানোর শেষ দিন।
তবে জানা যাচ্ছে এখনও পর্যন্ত শহরের লক্ষাধিক গাড়িতে এই যন্ত্র বসানো হয়নি। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩১শে মের মধ্যে শহরের সব বাণিজ্যিক গাড়িতে বসাতে হবে ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস। সরকার এই যন্ত্র বসানোর জন্য এর আগে অতিরিক্ত সময় দিয়েছিল ট্যাক্সি, বাস, পুলকার চালকদের। সেই অতিরিক্ত সময় ফুরিয়ে যাচ্ছে চলতি মাসেই।
পরিবহন দপ্তর জানিয়েছে আগামী ৩১শে মের মধ্যে শহরের সমস্ত বাণিজ্যিক বাস, ট্যাক্সি, পুল কারে ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস বাধ্যতামূলকভাবে বসাতে হবে। পরিবহন দপ্তর জানিয়েছে গাড়িতে ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস বসানো না থাকলে আগামী জুন মাস থেকে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে না বাস, ট্যাক্সি, অ্যাপ-ক্যাব এবং স্কুলগাড়িগুলিকে।