সম্প্রতি দেশে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। গত শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। থরে থরে সাজানো রয়েছে মৃতদেহ। নিঃস্ব হয়ে গেছে অসংখ্য পরিবার। কেউ হারিয়েচে নিজের বাবাকে, কেউ বা মা’কে।
আর সেই বিষয়ে ভাবনা চিন্তা করেই ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য নিজেদের দরজা খুলে দিল রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুর। ওড়িশায় রেল দুর্ঘটনার জেরে যে শিশুরা অনাথ হয়ে গিয়েছে বা যে শিশুদের অভিভাবকরা আহত হয়েছেন ও কর্মক্ষমতা হারিয়েছেন, তাদের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হবে বলে জানান রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন।
ব্যারাকপুরের প্রধান সচিব স্বামী নিত্যরূপানন্দজি মহারাজ বলেন, ‘ওড়িশার বালাসোরে সম্প্রতি যে রেল দুর্ঘটনা ঘটেছে, তার জেরে যে শিশুদের আর্থিক অবস্থা খারাপ হয়ে গিয়েছে বা যে শিশুরা অনাথ হয়ে গিয়েছে, তাদের সকলের দেখভালের দায়িত্ব বিনামূল্যে নিতে পারে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুর। ১৪ বছর পর্যন্ত ছেলে ও মেয়েদের যাবতীয় দায়িত্বভার গ্রহণ করবে রামকৃষ্ণ মিশন। দয়া করে সকলকে এটা জানিয়ে দিন।’