বড়ো ঘোষণা, বাড়তে চলেছে কর্মসংস্থানের সুযোগ

ঘোষিত হয়েছিল পূর্বেই। এবার সেই পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্যে বাড়তে চলেছে কর্মসংস্থান। সেই ক্ষেত্রে আরো এক ধাপ এগোলো রাজ্য সরকার। কর্মসংস্থানের লক্ষ্যে একটি ডেটা সেন্টার গড়তে রাজ্য সরকার। সেই কারণে শিল্প সংস্থা আদানী গোষ্ঠীকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। সল্টলেকের সেক্টর ফাইভের সিলিকন ভ্যালির ফেজ ৩-এ আদানি গোষ্ঠীর সম্পূর্ণ মালিকানাধীন সংস্থা বেঙ্গল টেক পার্কের তরফে এই ডেটা সেন্টার তৈরি করবে বলে তিনি জানিয়েছেন।

পার্থ এদিন জানান, এই জন্য আদানী গ্রুপের আবেদনের প্রেক্ষিতে সেখানে তাদের৯৯ বছরের লিজে ৫১.৭৫ একর জমি দেওয়া হবে। এছাড়াও দূর্গাপুরের বিদ্যাসাগর শিল্প তালুকে চারটি সাইকেল প্রস্তুতকারী সংস্থাকে ৫ একর করে জমি দেওয়ার বিষয়েও আজকের বৈঠকে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। ইউনিরক্স, মিলাপ, লুনা টায়ার ও ক্রিপটন নামে সাইকেল প্রস্তুতকারী সংস্থাগুলি এই কারখানা গড়তে দশ কোটি টাকা করে বিনিয়োগ করবে। এর থেকে প্রায় ৬০০ জনের কর্মসংস্থান হবে বলে মন্ত্রী জানিয়েছেন।

কিছুদিন আগেই বিশ্ব বাংলা বাণিজ্য মঞ্চ থেকে রাজ্যে ১০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ ঘোষণা করেন গৌতম আদানি৷  তিনি জানান, একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করবে আদানি গ্রুপ৷ সেই প্রক্রিয়া এখন হয়তো শুরু হতে চলেছে। সেই মঞ্চ থেকে তিনি সেদিন জানিয়েছিলেন, বাংলা যা ভাববে, আগামীদিন ভারত তা ভাববে৷ অত্যন্ত সত্য কথা৷ বাংলা দেশের অর্থনীতিকে প্রভাবিত করার ক্ষমতা রাখে৷ তিনি আরও বলেন, কন্যাশ্রী অসাধারণ প্রকল্প। রাষ্ট্রপুঞ্জে পুরস্কার পেয়েছে এই প্রকল্প। কলকাতায় এসে গর্ববোধ করছি।