বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর

এর আগেও চাকরি নিয়ে বড় ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দেশের সবচেয়ে বড় কয়লা খনি হতে চলেছে বীরভূমের দেউচা পাঁচামি। লক্ষাধিক ছেলে মেয়েকে চাকরি দেওয়া হবে৷ নবান্নের বৈঠক থেকে আরও একবার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা জমি দিচ্ছেন তাঁদের বাড়ি করার জন্য ৫ লক্ষ টাকার বদলে ৭ লক্ষ টাকা দেওয়া হচ্ছে৷ এছাড়াও বাড়ি বদল করতে ১ লক্ষ টাকা, জমির বদলে জমি ও পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে৷ শিক্ষাগত যোগ্যতা বেশি থাকলে গ্রুপ সি আর শিক্ষাগত যোগ্যতা কম থাকলে গ্রুপ ডি-তে চাকরি দেওয়া হবে৷ গ্রুপ সি ও গ্রুপ ডি-তে পাঁচ হাজারের বেশি পোস্ট তৈরি করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী৷ 

এদিন নবান্ন থেকে পুনর্বাসন প্যাকেজ ও চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় কিছু মানুষের হাতে৷ মুখ্যমন্ত্রী নিজে ৬ জন জমিদাতাকে চাকরির নিয়োগপত্র ও ক্ষতিপূরণের টাকা তুলে দেন৷ এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, দেউচা পাঁচামিকে কেন্দ্র করে স্টিল, বিদ্যুৎ, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি বেড়ে উঠবে৷ চাকরির ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের গুরুত্ব দেওয়া হবে৷ মোট ১০ হাজার কোটি টাকার পুনর্বাসন প্যাকেজ করা হয়েছে৷ দেউচা পাঁচামিতে বিনিয়োগ হবে ৩০ হাজার কোটি টাকা৷ স্থানীয় কোনও পরিবার যাতে চাকরিহীন না থাকে সে দিকে বিশেষ নজর দেবে সরকার৷ জমির দামও দ্বিগুণ দেওয়া হচ্ছে বলে জানান তিনি৷ এছাড়াও স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট সবকিছুই করে দেওয়া হবে৷