রাজ্যে চলতে থাকা একাধিক প্রকল্পগুলির মাঝে অন্যমত হলো দুয়ারে রেশন। এবার এই দুয়ারে রেশন প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে রেশন দোকানদারদের জন্য এককালীন মাসিক পাঁচ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো।
রেশন ডিলারদের কমিশন হিসাবে অতিরিক্ত অর্থ দেওয়ার পাশাপাশি নষ্ট হয়ে যাওয়া শস্যের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। কিন্তু এই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
আগে থেকেই ‘দুয়ারে রেশন’ প্রকল্প নিয়ে বিরোধিতা করে আসছিলেন ডিলাররা। এখন আবার নতুন বিতর্ক। আসলে জানান হয়েছে, রাজ্য সরকার রেশন ডিলারদের কুইন্ট্যাল প্রতি ৭৫ টাকা ছাড়াও প্রতি মাসে আরও ৫ হাজার টাকা করে কমিশন দেবে।
এছাড়াও খাদ্যশস্য সরবরাহ করার সময় যে পরিমাণ শস্যদানা নষ্ট হয় তার ০.২ শতাংশ অর্থ ক্ষতিপূরণ হিসাবে ডিলারদের দেওয়া হবে। রাজ্যের দাবি, এর ফলে বঙ্গের ২১ হাজার রেশন ডিলার উপকৃত হবেন।
কিন্তু এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছে রেশন ডিলারদের সমন্বয় সংগঠন ‘জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল রেশন ডিলারস’। তাঁরা এই সিদ্ধান্তে একেবারেই খুশি নয়। কিন্তু কী বক্তব্য তাঁদের?
ফোরামের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে, গত ১৬ নভেম্বর মুখ্যমন্ত্রী দুয়ারে রেশন প্রকল্প সূচনার সময় রেশন দোকান প্রতি ১০ হাজার টাকা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার ৯ মাসের মধ্যে সেই বরাদ্দ কি করে ৫ হাজার টাকায় এল?
আরও বক্তব্য, রেশন ব্যবস্থা চালু থেকে রেশন ডিলাররা কুইন্টাল প্রতি ৬২৫ গ্রাম হ্যান্ডলিং লস পেয়ে আসলেও গত ২০১৬ থেকে তা বন্ধ রয়েছে। এই হ্যান্ডলিং লস কুইন্টাল প্রতি ১ কিলোগ্রাম করার দাবি করলেও খাদ্য মন্ত্রী হ্যান্ডলিং লস কুইন্টাল প্রতি ২০০ গ্রাম করার ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে।