দিন প্রতিদিন বদলাচ্ছে নিয়ম, দিন প্রতিদিন বদলাচ্ছে নিয়ম পরীক্ষার ধরণও। সম্প্রতি উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষার ধরণে বদল এসেছে। বার্ষিক একটি পরীক্ষা নয়, বরং একাদশ-দ্বাদশ শ্রেণিতে চালু হয়েছে সেমিস্টার পদ্ধতি। এবার প্রাথমিকের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হল।
ঘোষণা করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। এবার থেকে এক বছরে দু’টি করে পরীক্ষা দিতে হবে ছাত্রছাত্রীদের। গৌতমবাবু জানান, ২০২৫ শিক্ষাবর্ষ থেকেই এই পদ্ধতি চালু করা হবে। সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতার জন্য পড়ুয়াদের ছোট থেকে তৈরি করতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
পর্ষদের ঘোষণা অনুযায়ী, ২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে। একটি শিক্ষাবর্ষকে দু’টি ভাগে ভাগ করে এই পরীক্ষা নেওয়া হবে। প্রথম ভাগ জানুয়ারি থেকে জুন এবং দ্বিতীয়টি জুলাই থেকে ডিসেম্বর অবধি।