পূর্ব ঘোষিত সময় মতোই বর্তমানে আমেরিকা সফরে রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনদিনের সফরে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। মনে করা হচ্ছে, সবকিছু ঠিক চললে এবার এই সফরে অনেকগুলি চুক্তি সাক্ষরিত হতে পারে। প্রধানমন্ত্রীর আমেরিকা যাওয়ার ফল হাতেনাতে পেল ভারত। মার্কিন সফরে সুন্দর পিচাইয়ের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই বড়সড় ঘোষণা করলেন গুগল সিইও। তিনি জানান, মোদির রাজ্য গুজরাটে ফিনটেক অপারেশন সেন্টার তৈরি করবে টেক জায়ান্ট গুগল। তিনি বলেন, ‘আমেরিকায় মোদির সঙ্গে দেখা হওয়ায় আমি আপ্লুত। প্রধানমন্ত্রীকে জানিয়েছি যে ভারতের ডিজিটাল খাতে ১০০০ কোটি ডলার বরাদ্দ করেছে গুগল। তাই এবার গুজরাটে গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার খোলা হবে।’
এই সেন্টারের পোশাকি নাম হবে গিফ্ট সিটি। রাজধানী গান্ধীনগরে গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্স টেক-সিটি তৈরি হবে।’ এরপরই মোদির প্রশংসা করে পিচাই বলেন, ‘ডিজিটাল নিয়ে মোদির চিন্তাভাবনা সময়ের চেয়ে অনেকখানি এগিয়ে। অন্য দেশের কাছে ভারত দৃষ্টান্ত তৈরি করেছে।’