অপেক্ষা আর মাত্র একটা দিনের আগামী কাল থেকেই শুরু পরীক্ষা। ২৩ তারিখ থেকে শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা। পড়ুয়াদের জীবনের প্রথম বড় পরীক্ষার জন্য ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। বাড়ানো হচ্ছে একাধিক ট্রেনের স্টপেজ।
রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানান হয়েছে, ২৩ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি, ২৫ ফেব্রুয়ারি, ২৮ ফেব্রুয়ারি, ১ মার্চ, ২ মার্চ, ৩ মার্চ এবং ৪ মার্চ, এই দিনগুলিতে একাধিক ট্রেনের স্টেশন বাড়ানো হবে। যাদের মধ্যে রয়েছে শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি, শিয়ালদহ-লালগোলা মেমু প্যাসেঞ্জার, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-রানাঘাট, লালগোলা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার, শান্তিপুর-শিয়ালদহ। জগদ্দল, কাঁকিনাড়া, বিভূতিভূষণ হল্ট, পলতা, পায়রাডাঙা সহ বিভিন্ন স্টেশনে দাঁড়াবে ট্রেনগুলি। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সকাল ১০টা থেকে ১১টা ৪৫ পর্যন্ত এবং বেলা ৩টে থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত ট্রেনের স্টপেজ বাড়ানো হবে।
প্রসঙ্গত, ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা এই বছরের মাধ্যমিক পরীক্ষা মোট ২ হাজার ৮৬৭টি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে। নজরদারির দায়িত্বে থাকছেন ৪০ হাজার পরীক্ষক। এবার মাধ্যমিকে মোট পরীক্ষার্থী রয়েছে ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮ জন। তাদের মধ্যে ছাত্র রয়েছে ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১ জন।