লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে পঞ্চায়েত ভোটের প্রচারে এবার দিল্লি কিংবা অন্য রাজ্যের নেতাদের আর দেখা যাবে না এ রাজ্যে। শেষ বিধানসভা ভোটের আগে দিল্লির পাশাপাশি অন্যান্য রাজ্য থেকেও দলে দলে নেতারা এসে ভীড় করেছিলেন বাংলায়। তবে তাতে অবশ্য লাভের লাভ কিছুই হয়নি।
সেই সময় রাজনৈতিক মহলের একাংশের মত ছিল, বাংলায় কোনও মুখ না থাকায় মোদীকেই সামলাতে হয়েছিল প্রচারকাজ। যার জেরে ভালোর চেয়ে মন্দই বেশি হয়েছিল। তাই এবারে আর একই ভুল নয়। এবার বিজেপির নো টু ‘বহিরাগত’ নেতা।
তাই আসন্ন পঞ্চায়েত ভোটের প্রচারে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ সহ এ রাজ্যের যারা বিধায়ক সাংসদ রয়েছেন তাদের দিয়েই পঞ্চায়েতে ময়দানে নামছে বিজেপি। আগের বারের ন্যায় এবারেও গোটা রাজ্যে এক দফাতেই হতে চলেছে নির্বাচন।