পুজোয় মেট্রোর তরফে বড়ো ঘোষণা

মাঝে বাকি আর কত মাত্র দিন, তার পরেই উপস্থিত বাঙালির মহোৎসব দুর্গাপুজো। এই পুজোর দিনগুলিতে বিশেষ পরিষেবা নিয়ে আসছে কলকাতা মেট্রো। পঞ্চমী থেকে দশমী, টানা ছয় দিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে চলবে পুজো স্পেশ্যাল মেট্রো। পাশাপাশি, ইস্ট ওয়েস্ট রুটে জন্যও পুজো স্পেশাল ঘোষণা করা হয়েছে।

কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, পঞ্চমী থেকে ষষ্ঠী পর্যন্ত কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর গামী রুটে মোট ২৮৮টি মেট্রো চলাচল করবে৷ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টা বেজে ১০ মিনিটে। পঞ্চমী ও ষষ্ঠীর দিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা বেজে ৩৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো মিলবে রাত ১০টা ৪০-এ৷ দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ১০টা ৫০ মিনিটে।

সপ্তমী থেকে নবমী সারা রাতই মিলবে মেট্রো পরিষেবা৷ ওই তিনদিন দুপুর ১টা থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। দশমীর দিন ১৩২টি মেট্রো চলবে৷ ওই দিনও দুপুর ১টা থেকে মেট্রো চলাচল শুরু হবে। দক্ষিণেশ্বর থেকে রাতে শেষ পরিষেবা মিলবে ৯টা ৪৮ মিনিটে, কবি সুভাষ থেকে ৯টা ৫০ মিনিটে এবং দমদম থেকে রাত ১০টায়।