বড় ঘোষণা ডিএ বিক্ষোভকারীদের তরফে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে সরকারি যৌথ মঞ্চের পক্ষ থেকে বাংলা জুড়ে ‘জল বন্ধ’ কর্মসূচির ডাক দেওয়া হল আগামী পাঁচ ও ছয় জুলাই। দুই দুই দিন কর্ম বিরতির ডাক দিয়েছে যৌথ মঞ্চ।

সংগঠনের পক্ষ থেকে দাবি করে বলা হয়েছে, ওই দুইদিন কর্মবিরতি পালন করবেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের অধীনস্থ পরিশুদ্ধ পানীয় জল সরবরাহের সঙ্গে যুক্ত কর্মচারীরা। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে, এই কর্মবিরতি ডাক দেওয়া হয়েছে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, কারিগরি দফতরের অধীনস্থ পরিশুদ্ধ পানীয় জয় সরবরাহের সঙ্গে যুক্ত অস্থায়ী কর্মীদের নিয়মিতকরণ এর দাবিতে।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ গত ছয় মাস ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন। এছাড়াও তাদের আন্দোলনের অন্যতম বক্তব্য হল স্বচ্ছ ভাবে নিয়োগ ও কর্মীদের স্থায়ীকরণ। এবার তারা ‘জল বন্ধ’ কর্মসূচির মাধ্যমে নতুনভাবে আন্দোলনের মাত্রা বাড়াচ্ছেন।