দুর্ঘটনাগ্রস্ত পড়ুয়াদের জন্য বড় ঘোষণা আদানির তরফে

সম্প্রতি দেশে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। গত শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। থরে থরে সাজানো রয়েছে মৃতদেহ। নিঃস্ব হয়ে গেছে অসংখ্য পরিবার। এই দুর্ঘটনার পরই এবার বড়সড় ঘোষণা করলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।

আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি টুইট করেছেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই দুর্ঘটনায় যারা তাদের বাবা-মাকে হারিয়েছে তাদের স্কুলের শিক্ষার দায়িত্ব আদানি গ্রুপ নেবে। এই ঘটনায় যারা প্রভাবিত হয়েছেন তাদের পরিবারকে শক্তি প্রদান করা এবং শিশুদের জন্য ভালো ভবিষ্যত দেওয়া আমাদের সকলের যৌথ দায়িত্ব।”

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই ভয়াবহ দুর্ঘটনা সারা দেশকে নাড়া দিয়েছে। পাশাপাশি, কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা তদন্তও করা হচ্ছে। পাশাপাশি, এই দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে সরকার।