মন্দির উদ্বোধনের পূর্বেই বড় ঘোষণা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার শুভ দিনে পূর্ব মেদিনীপুরের দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলছে। মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে এবং দিঘার জগন্নাথ মন্দিরে পর্যটকদের বেশ ভালো ভিড় হবে।

যাতে সেই ভিড় সামাল দিতে কোনো সমস্যা না হয়, যাতে পূর্ণাথীরা ভালোভাবে মন্দির পরিদর্শন করতে পারে সেই জন্য এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দিঘায় জগন্নাথ মন্দির প্রাঙ্গণে যানবাহন এবং ভিড় নিয়ন্ত্রণে ১০০ জন সিভিক ভলান্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা।

নবান্নে মন্ত্রীসভার বৈঠক থেকে এই সিদ্ধান্ত নিয়ে নিয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে। জগন্নাথ মন্দির উদ্বোধনের এক সপ্তাহ আগেই বড় সিদ্ধান্ত নিয়ে নিল রাজ্য। রাজ্য প্রশাসনের আশা এত সংখ্যক সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হলে এর ফলে সাধারণ মানুষকে আরও ভালো পরিষেবা দেওয়া সম্ভব হবে।