চিকিৎসা নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের তরফে

রাজ্যবাসীর সুবিধার্থে বড় ঘোষণা সরকারের তরফে, সাধারণ মানুষের সমস্যা দূর করতে তৎপর হল রাজ্য স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য বিভাগ চাইছে দ্রুত বৈপ্লবিক পরিবর্তন আনতে সরকারি হাসপাতালের আউটডোর ইউনিটে। এই নতুন সিদ্ধান্তের ফলে আউটডোরে লাইনে দাঁড়ানোর হয়রানি অনেকটাই কমে যাবে।

স্বাস্থ্য দপ্তর চাইছে অভিন্ন আউটডোর নেটওয়ার্ক চালু করতে। কলকাতা ও রাজ্যের মেডিকেল কলেজ এবং গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলিকে যুক্ত করা হবে এই নেটওয়ার্কে। আউটডোরে ডাক্তার দেখানোর পর রোগীদের রক্ত বা অন্যান্য শারীরিক পরীক্ষার জন্য আর লাইনে দাঁড়াতে হবে না।

অভিন্ন আউটডোর নেটওয়ার্ক তৈরির জন্য চালু করা হবে নতুন ধরনের প্রেসক্রিপশন। রোগীর পূর্বে কোনও রোগ ছিল কিনা, সব কিছু নতুন প্রেসক্রিপশনে গুরুত্ব দেওয়া হবে। এছাড়া, আউটডোরে টিকিট করানোর সময় যে টিকিট নম্বর পাওয়া যাবে তা কাজে লাগবে যে কোনও স্বাস্থ্য কেন্দ্রে। রোগীদের আলাদা করে টিকিট কাটার প্রয়োজন হবে না।