বড় ঘোষণা রাজ্যের লক্ষ্মীর ভান্ডার নিয়ে

তৃতীয়বার রাজ্যের মসনদে বসার পরই জনসাধারণের জন্য বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই লাভবান হচ্ছেন রাজ্যের হাজার হাজার মহিলা। এমতাবস্থায়, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেই এবার এই প্রকল্পের নিয়মে বড়সড় পরিবর্তন করা হল সরকারের তরফে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত ১ এপ্রিল থেকে শুরু হয়েছে সরকারের “দুয়ারে সরকার” কর্মসূচি। এতদিন যাবৎ লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতে হলে উপভোক্তাদের স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক ছিল। তবে, এবার সেই নিয়মেই বদল আনছে সরকার। এখন থেকে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন আবেদনকারীরা। স্বাভাবিকভাবেই এই নিয়ম বদলের জেরে উপকৃত হবেন আরও বেশি সংখ্যক মহিলা।

পাশাপাশি, যাঁরা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন তাঁরাও লাভবান হবেন। এদিকে জানা গিয়েছে, “দুয়ারে সরকার” কর্মসূচির প্রথম দিনই রাজ্যের বিভিন্ন জেলা থেকে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, বিধবা ভাতা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রায় ৫.৫ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে। যার মধ্যে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্যই ১ লক্ষ ৩৫ হাজার আবেদনপত্র জমা পড়েছে রাজ্য জুড়ে।