রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এই মামলায় গোয়েন্দাদের জালে রয়েছেন কুন্তল ঘোষ। তাঁকে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করছে কেন্দীয় গোয়েন্দা সংস্থা।
সম্প্রতি জানা গিয়েছে, ফের খোঁজ মিলেছে কুন্তলের ভুয়ো ওয়েবসাইটের। অযোগ্য প্রার্থীদের প্রাপ্ত নম্বর বাড়িয়ে দেখানোর জন্য একটি নয়, দু’টি ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছিলেন কুন্তল। গুগলে WBBPE লিখে সার্চ করলে আসল সাইটের নীচেই দেখাতো ভুয়ো ওয়েবসাইটগুলি। সিবিআই সূত্রে খবর, এই ওয়েবসাইটগুলি কাজে লাগিয়েই নম্বর বাড়িয়ে দেখানো হত।
এরপর তাঁদের কাছে পাঠিয়ে দেওয়া হত ‘রেট চার্ট’। অর্থাৎ কত টাকা দিলে তবে প্রার্থী নিজের জায়গা পাকা করতে পারবেন। ওই ওয়েবসাইটগুলি এই সংক্রান্ত তথ্য পেতে গুগলের সঙ্গে যোগাযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গুগলের কাছে ইমেল পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে এই সংক্রান্ত তথ্য। নিয়োগ দুর্নীতির জল আরও কতদূর গড়ায়, সেদিকেই তাকিয়ে গোটা বাংলার মানুষ।