আলিপুরদুয়ার জেলা জুড়ে শুক্রবার ভীমরাও আম্বেদকরের জন্ম জয়ন্তী পালন করা হলো। তিনি বাবাসাহেব নামেও পরিচিত ছিলেন। জেলার প্রতিটি ব্লকের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে মধ্য দিয়ে ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী পালন করা হয়। কালচিনি চৌপথি এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও জন্মজয়ন্তী পালন হয়।আলিপুরদুয়ারের শামুকতলা এলাকায় পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের পক্ষ থেকেও এদিন ১৩২তম জন্ম জয়ন্তী উদযাপন করা হলো। এদিন ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের সদস্যরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক ন্যায় মঞ্চের আলিপুরদুয়ার ২নং ব্লক সভাপতি প্রশান্ত বিশ্বাস ও সুনীল কুমার সিংহ সহ অন্যান্যরা।