জলের দাবিতে অভিনব কায়দায় বিক্ষোভ দেখালো ভারতীয় জনতা পার্টি

পানীয় জলের কল থাকলেও জল পরে না কল থেকে। দীর্ঘদিন ধরে এই অবস্থা দেখা দেওয়ায় জলের কলের শ্রাদ্ধশান্তি করে জলের দাবিতে অভিনব কায়দায় বিক্ষোভ দেখালো ভারতীয় জনতা পার্টি। ঘটনাটি শিলিগুড়ির ১৫ নং ওয়ার্ডের। সোমবার সকালে ওই ওয়ার্ডের কিছু বাসিন্দাদের সঙ্গে নিয়ে এই কর্মসূচি পালন করলো ভারতীয় জনতা পার্টি ১৫ নং ওয়ার্ড কমিটি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক রাজু সাহা বলেন, “দীর্ঘদিন ধরে ওই ওয়ার্ডের বেশকিছু জলের কলে পানীয় জল আসছিল না। নতুন বোর্ড আসার পরও অপরিবর্তিত রয়েছে পরিস্থিতি। ফলে পানীয় জল সরবরাহের দাবিতে এই অভিনব কায়দায় তারা বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভের মধ্য দিয়ে তারা ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। তাদের দাবি মানা না হলে আগামীদিনে আরো বড়ো আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তিনি।”