গত বছর শেষে শুরু হয় ভারত জোড়ো যাত্রা। আর জম্মু –কাশ্মীরের শ্রীনগরে শেষ হল কংগ্রেসের এই কর্মসূচি। তার শেষদিনে ভাইবোনের এক অন্য ‘ছবি’ দেখল গোটা দেশ। শ্রীনগরে বরফ নিয়ে খেলায় মাতলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
খুনসুটির সেই ভিডিওয় দেখা যাচ্ছে, দুহাতে মুঠো করে বরফ নিয়ে চুপি চুপি প্রিয়াঙ্কার দিকে এগিয়ে যাচ্ছেন রাহুল। তারপর সেই বরফ বোনের মাথাতে ভেঙে দিলেন তিনি। বেশ কিছুক্ষণ ধরে বরফ নিয়ে খুনসুটি করতে দেখা যায় তাঁদের। স্নো-ফাইট শেষে পরে অবশ্য পরস্পরকে জড়িয়েও ধরেন ভাইবোন জুটি। দুষ্টু-মিষ্টি এই ভিডিও নিজেই টুইটারে শেয়ার করেছেন রাহুল।
শ্রীনগরের কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় কর্মসূচি। এরপর পদযাত্রা পৌঁছয় শ্রীনগরের শের-ই-কাশ্মীর ক্রিকেট ময়দানে। ভারী তুষারপাতের পূর্বাভাস আগে থেকেই ছিল। সেই বরফ বৃষ্টির মধ্যেই কর্মসূচি পালন করেন রাহুল গান্ধী। পাশে ছিলেন ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাও।
কন্যাকুমারী থেকে কাশ্মীর—টানা চার মাস ধরে হাঁটার পর কাশ্মীরে তুষারপাতের মধ্যে দিয়ে শেষ হল রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা।গত ৭ সেপ্টেম্বর তামিল নাড়ুর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রার সূচনা করেছিলেন কংগ্রেসনেতা রাহুল গান্ধী। এরপর তামিল নাড়ু, কেরল, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, রাজস্থান, দিল্লি, উত্তর প্রদেশ, হরিয়ানা, পঞ্জাব ঘুরে সোমবার জম্মু ও কাশ্মীরে শেষ হল এই যাত্রা।