কোচবিহার শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী বাজার ভবানীগঞ্জ বাজার। এই বাজারে রয়েছে প্রচুর দোকানপাট এবং মাছ ও সবজি বাজার প্রতিদিন এই বাজারে কোচবিহার শহরসহ নানা প্রান্ত থেকে মানুষ আসেন বাজার করতে বিশেষত মাছ ও সবজি বাজারে।
বহুদিন আগে এই বাজারটিতে বসানো হয়েছিল পেভারস ব্লক তবে এখন পেভারস ব্লক নানান জায়গায় উঠে গিয়ে সেখানে জমছে জল আর তাতেই বাড়ছে বিপত্তি বৃষ্টি পড়লেই ফাঁকা জায়গাগুলোতে জমছে জল বাজার করতে আসা গ্রাহকদের জামাকাপড় জলের ছিটে লেগে নষ্ট হয়ে যাচ্ছে আর এই ভোগান্তি থেকে বাঁচতে অনেক গ্রাহকই এখন আর এই বাজারে আসতে চাইছেন না।তবে এবার এই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে কোচবিহার বাসী । কোচবিহার মিউনিসিপালিটি চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান খুব শীঘ্রই শুরু হতে চলেছে ভবানীগঞ্জ বাজারের মাছ ও সবজি বাজারের রাস্তা সংস্কারের কাজ মাছ ও সবজি বাজারের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল ব্যবসায়ীদেরও।
এই বাজারে বাজার করতে আসা গ্রাহকদের কথা মাথায় রেখে আশা করছি আগামী মার্চ মাস ২০২৩ এর মধ্যে এই রাস্তার কাজ শুরু করা যাবে। ইতিমধ্যেই কাজের এস্টিমেট হয়ে গিয়েছে টেন্ডার প্রক্রিয়া শুরু হলে ওয়ার্ক অর্ডার হাতে পেলেই রাস্তার কাজ শুরু হয়ে যাবে। জানা গিয়েছে এই রাস্তা সংস্কারের কাজে প্রায় ৩০ লক্ষ টাকা খরচা হবে স্বভাবতই রাস্তা সংস্কারের কাজের খবর শুনে খুশি বাজারের ব্যবসায়ী সহ বাজার করতে আসা গ্রাহকেরা।