সেরা গান নাটু নাটু, পাশাপাশি সেরা বিদেশী ভাষার সিনেমা ঘোষিত হল RRR

ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডসে সেরা গান ও সেরা বিদেশী ভাষার ছবির সম্মান পেল আরআরআর।ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে ডবল সম্মান এল এসএস রাজামৌলির সিনেমা আরআরআর-এর ঝুলিতে। ডান্স নম্বর ‘নাটু নাটু’ পেল সেরা গানের সম্মান। সঙ্গে বিদেশী ভাষার সেরা চলচ্চিত্রের পুরস্কারও জিতে নিয়েছে এই ছবিটি। সেরা গানের জন্য ‘গোল্ডেন গ্লোব’ পুরস্কার পাওয়ার পর, এসএস রাজামৌলির ব্লকবাস্টার তেলেগু ফিল্ম RRR ২৮তম ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে পেল বড় সম্মান। ছবিতে রাম চরণ এবং জুনিয়র এনটিআরের ডান্স ‘নাটু নাটু’ পেল সেরা গানের সম্মান। সঙ্গে বিদেশী ভাষার সেরা চলচ্চিত্রের পুরস্কারও জিতে নিয়েছে এই ছবিখানা। রবিবার (সোমবার ভারতে) লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠানটি হয়েছিল।

বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমার জন্য দুর্দান্ত সময় চলছে। মর্যাদাপূর্ণ গোল্ডেন গ্লোব পুরস্কার জেতার পর, পরিচালক এসএস রাজামৌলির ম্যাগনাম ওপাস পিরিয়ড অ্যাকশন ড্রামা ফিল্ম ‘আরআরআর’ ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডের ২৮তম সংস্করণে আরও দুটি পুরস্কার জিতে নিয়েছে। জুনিয়র এনটিআর এবং রাম চরণ অভিনীত ‘আরআরআর’ এর গান ‘নাটু নাটু’ সেরা গানের বিভাগে ক্রিটিকস চয়েস পুরস্কার জিতেছে। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্য ক্রিটিকস চয়েস পুরস্কারও জিতেছে আরআরআর।

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডের ট্যুইটার হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে বলা হয়েছে, ‘RRRMovie-র কাস্ট এবং কলাকুশলীদের অভিনন্দন- সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্য ক্রিটিকচয়েস অ্যাওয়ার্ডের বিজয়ী’।