‘বার্জার প্রিয় পুজো ২০২১’

ভারতের অন্যতম অগ্রণী পেইন্ট প্রস্তুতকারক বার্জার পেইন্টস ইন্ডিয়া লিমিটেড লঞ্চ্‌ করল তাদের নবম বার্ষিক পুজো ক্যাম্পেন ‘বার্জার প্রিয় পুজো ২০২১’। এর উদ্দেশ্য দুর্গা পূজা সংগঠকদের সংবর্ধনা জানানো, যারা তাদের অভিনব সাজসজ্জা ও পরিবেশ-সচেতন উদ্যোগের মাধ্যমে নাগরিকদের হৃদয় জয় করে নিয়েছেন। এবছর বার্জার প্রিয় পুজো প্রতিযোগিতা শুধু কলকাতায় সীমাবদ্ধ না থেকে পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও প্রসারিত হচ্ছে। প্রতিযোগিতা হবে হুগলী, মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও বর্ধমান জেলায়।

বার্জার প্রিয় পুজো ক্যাম্পেনের পরিকল্পনার পেছনে রয়েছে উৎসবের রঙকে ছড়িয়ে দেওয়া এবং শহরের সেরা সাজসজ্জা-বিশিষ্ট ও পরিবেশ-সচেতন পূজা মন্ডপগুলিকে তুলে ধরা। পূজা কমিটিগুলির মধ্যে রঙ্গোলি তৈরির প্রতিযোগিতার মাধ্যমে শহরের সবথেকে বড় আল্পনা (রঙ্গোলি) নির্বাচন করা হবে। বার্জার পেইন্টস থ্রী-ডি ডিজিটাল পুজো-পরিক্রমার মাধ্যমে দুর্গাপূজার সুগন্ধ পৌঁছে দেবে ঘরে ঘরে, বিভিন্ন প্যান্ডেলের ‘লাইভ’ অষ্টমীর অঞ্জলীও। অতিমারির আবহে সকলের সুবিধার্থে সম্পূর্ণ উৎসব-অনুষ্ঠান সম্প্রচার করা হবে বার্জার প্রিয় পুজো ওয়েবসাইটে (www.bergerpriyopujo.com)।