পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর, ধ্রুপদী বা ক্লাসিকাল ভাষার মর্যাদা পেল বাংলা ভাষা। কেন্দ্রীয় সরকার আজ বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদান করেছে। বাংলার সাথেই ধ্রুপদী ভাষার মর্যাদা পেল মারাঠি, পালি, প্রাকৃত, অসমিয়াও।
বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী সেই চিঠিতে উল্লেখ করেন, বিষয়টি নিয়ে আমরা দীর্ঘ গবেষণা করেছি। গবেষণায় উঠে এসেছে প্রায় আড়াই হাজার বছর পুরনো বাংলা ভাষা।
ধ্রুপদী মর্যাদা পাওয়ার যোগ্যতা রাখে বাংলা ভাষা। আগে কেন্দ্রীয় সরকার ধ্রুপদী ভাষার মর্যাদা দেয় তামিল, সংস্কৃত, তেলেগু, কন্নড়, মালায়লাম, ওড়িয়া ভাষাকে। কেন্দ্রের তরফে এই সংক্রান্ত ঘোষণার পর উচ্ছ্বাসিত মুখ্যমন্ত্রী।