দেশের সর্ব শ্রেষ্ঠ ভাষা বাংলা

বাংলা আমাদের মাতৃভাষা৷ সব ভাষার নিরিখে বাংলায়ই সর্ব প্রথম স্থান গ্রহণ করেছে৷ সব ভাষার তুলনায় বাংলায়ই সবচেয়ে এগিয়ে৷ মাতৃভাষায় শিক্ষার নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে অধিকার করল পশ্চিমবঙ্গ। ইউনাইটেড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশনের রিপোর্টে একথা বলা হয়েছে৷ সেই রিপোর্ট ইতিমধ্যে কেন্দ্রের কাছে জমা পড়ে গিয়েছে। প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত স্বীকৃত এবং অস্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলির তথ্য জানতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে ইউডিআইএসই নামে একটি অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে৷ তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের ৮৯.৯ শতাংশ পড়ুয়া বাংলা মাধ্যম স্কুলে নথিভুক্ত হয়। পশ্চিমবঙ্গের মাত্র ৫.৩ শতাংশ পড়ুয়া ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে৷ ওড়িশায় মাত্র ১.২ শতাংশ বাঙালি বাস করেন। তাতেও ৮০ শতাংশ পড়ুয়া বাংলা মাধ্যমের স্কুলে পড়ে৷ দেশের মধ্যে প্রথম স্থানে আছে পশ্চিমবঙ্গ।