১লা মার্চ থেকে শুরু হতে চলেছে বেঙ্গল হিমালয়ান কার্নিভাল

উত্তরবঙ্গ এবং পাহাড়ের পর্যটন শিল্পের প্রসারে আয়োজিত হতে চলেছে চতুর্থ তম বেঙ্গল হিমালয়ান কার্নিভাল। জানা যায়, আগমী ১,২ এবং ৩রা মার্চ লাটাগুড়ি, জলঢাকা ও মিরিকে এই কার্নিভ্যাল আয়োজিত হবে। লাটাগুড়িতে ১লা মার্চ,জলঢাকায় ২রা মার্চ এবং মিরিকে তিনদিনই চলবে এই কার্নিভ্যাল।

রাজ্য পর্যটন দপ্তরের সহযোগিতায় হিমালয়ান হসপিটালিটি এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের পক্ষ থেকে এই কার্নিভ্যালের আয়োজন করা হবে। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে বিস্তারিত জানান আয়োজক সংস্থার সদস্যরা।এদিন তারা জানিয়েছেন এই কার্নিভালের মধ্য দিয়ে এই তিনটি জায়গার বিভিন্ন ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পকে তুলে ধরা হবে।

 এই বিষয়ে সংগঠনের চেয়ারম্যান রাজ বসু বলেন, লাটাগুড়ি মিরিক জলঢাকা পুরনো পর্যটন কেন্দ্র হলেও নতুন পর্যটন কেন্দ্রের আড়ালে গুরুত্ব হারাচ্ছে এই পর্যটন কেন্দ্রগুলি।ফলে এই কেন্দ্রগুলিকে আবার উজ্জীবিত করতে এই কার্নিভালের জন্য এই তিনটি জায়গাকে বেছে নেওয়া হয়। তিনদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।