প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে গত ২রা মে দ্বিতীয় বারের মত বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বাংলার ক্রিকেট দলের কোচ অরুণ লাল। সোমবার কাছের বন্ধুবান্ধবদের সামনেই একে অপরের গলায় মালা দেন অরুণ এবং বুলবুল। এরপরেই সোশ্যাল মিডিয়ায় রেজিস্ট্রির ছবি পোস্ট করে বুলবুল লেখেন ‘এখন থেকে মিসেস লাল। পাশে থাকার জন্য পরিবার এবং বন্ধুদের ধন্যবাদ।’
তবে স্বামীর দ্বিতীয় বিয়ের মধ্যে কেমন অবস্থায় রয়েছেন, প্রথম স্ত্রী দেবযানী? জানা গিয়েছে, বর্তমানে তিনি খুব অসুস্থ। তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এমন অবস্থায় অরুণ লালের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে তাঁর। কিন্তু তাই বলে অরুণ কিন্তু রীনাকে ছেড়ে যাননি। এখনও তাঁর পাশেই রয়েছেন অরুণ। প্রথম স্ত্রীয়ের অনুমতি নিয়েই করেছেন দ্বিতীয় বিয়ে। বুলবুলের সঙ্গে বিয়ের পরেও এক সঙ্গেই থাকবেন তাঁরা। প্রথম স্ত্রীয়ের দেখাশোনার দায়িত্বও নেবেন দ্বিতীয় স্ত্রী। বুলবুল নিজে একজন শিক্ষিকা। সেন্ট পলস মিশনে ইতিহাস এবং ইংরেজির শিক্ষিকা তিনি। তবে শুধু শিক্ষকতা নয়, বুলবুল ঘুরতেও ভালবাসেন। তবে ৩৭ বছরের বুলবুল আগেই জানিয়েছিলেন যে অরুণের সঙ্গে তাঁর আলাপ এক বন্ধুর মাধ্যমে। অরুণের যে সময় ক্যানসার হয়েছিল, সেই সময়ও তাঁর পাশে ছিলেন বুলবুল। তাঁর পরিচর্যার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। বিয়ের পর অরুণের প্রথম স্ত্রীয়ের দায়িত্বও বুলবুল নেবেন বলে জানিয়েছেন। তবে অরুনের প্রতি বুলবুলের মন্তব্য, “অরুণ যেখানে যাবে আমি সেখানে যেতে চাই। অনুমতি পেলে বাংলার রঞ্জি দলের সঙ্গেও আমি যেতে চাই। অরুণকে ফের ধারাভাষ্যকার হিসেবে দেখতে চাইব। আমার মনে হয় ও বিশ্বের সেরা ধারাভাষ্যকার। উল্লেখ্য, একসময় জাতীয় দলে এবং বাংলা দলে দাপটের সঙ্গেই খেলেছিলেন অরুন লাল। ক্রিকেটার হিসেবে ব্যাট, প্যাড তুলে রাখার পর তাঁর ধারাভাষ্যও নজর কেড়েছিল। বর্তমানে বাংলা দলকে কোচিং করাচ্ছেন তিনি।