ত্বকের জন্য অ্যালোভেরার উপকারিতা

যখনই ত্বকের সমস্যা আসে, প্রাকৃতিক উপায়ের খোঁজ করি আমরা। ঘরোয়া টোটকা বেছে নেন। তবে, রোজ অ্যালোভেরার ফেস মাস্ক ব্যবহার করলে ত্বকের ৫টি সমস্যা দূরে থাকতে পারে। অর্থাৎ, একটা উপাদান দিয়েই ত্বকের পাঁচটি সমস্যার সঙ্গে লড়াই করতে পারবেন।

রোদে পোড়া দাগ থেকে মুক্তি: গ্রীষ্মকালে রোদে বেরোলে ত্বক পুড়ে যায়। সানস্ক্রিন মেখেও ট্যান বা সানবার্নকে সম্পূর্ণরূপে এড়ানো যায় না। কিন্তু রোদে পোড়া দাগ থেকে মুক্তি দিতে পারে অ্যালোভেরা। অ্যালোভেরা ত্বকের উপর শীতল প্রভান এনে দেয়, ত্বকের প্রদাহ কমায়। ত্বকের লালচে ভাব ও জ্বালাভাব থেকে মুক্তি দেয় অ্যালোভেরা।

স্ট্রেচ মার্কস থেকে মুক্তি দেয়: ওজন বাড়লে হাত ও পায়ে স্ট্রেচ মার্কস দেখা দেয়। আবার অন্তঃসত্ত্বা অবস্থায় স্ট্রেচ মার্কস বাড়ে তলপেটে। নিয়মিত ত্বকের উপর অ্যালোভেরা জেল ব্যবহার করলে মুক্তি পাবেন এই স্ট্রেচ মার্কস থেকেও। অ্যালোভেরা জেল ত্বককে কোমল করে তুলতে সাহায্য করে।

ডার্ক সার্কেল দূর করে: অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে অ্যালোভেরার মধ্যে, যা ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখের চারপাশে অ্যালোভেরা জেল মালিশ করুন। কয়েক দিনের মধ্যেই আপনি পার্থক্য দেখতে পাবেন।

ফাটা ঠোঁটের সমস্যা: গ্রীষ্মকালেও ঠোঁট শুকিয়ে যায়। ঠোঁট ফেটে যায়। ঠোঁটের উপর অ্যালোভেরা জেল প্রয়োগ করলে, এটি ঠোঁটের কোমলতা বজায় রাখতে সাহায্য করবে। ময়েশ্চারাইজিং উপাদান রয়েছে অ্যালোভেরার মধ্যে, যা ঠোঁটকে নরম ও কোমল রাখতে সাহায্য করে। অ্যালোভেরা জেলের সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে মাখতে পারেন।

শুষ্ক ত্বকের সমস্যা দূর করে: অনেকেই ড্রাই স্কিনের সমস্যায় ভোগেন। অ্যালোভেরা জেল মাখলে এই শুষ্ক ত্বকের সমস্যা থেকেও মুক্তি পাবেন। অ্যালোভেরার মধ্যে হাইড্রেটিং উপাদান রয়েছে, যা ত্বকের গভীরে গিয়ে আর্দ্রতা জোগায়। প্রতিদিন মুখে অ্যালোভেরা জেল মাখলে আর কোনও ফেস ক্রিমের প্রয়োজন পড়বে না।

অ্যালোভেরা মাস্ক বানান এভাবে: একটা পাতা কেটে নিন অ্যালোভেরা গাছ থেকে। এবার খোসা ছাড়িয়ে নিয়ে জেল বের করে নিন। ব্লেন্ডারে অ্যালোভেরার জেল ব্লেন্ড করে নিন। এবার এতে মিশিয়ে নিন ভিটামিন ই ক্যাপসুল। তৈরি অ্যালোভেরা মাস্ক। এটি মুখে মাখতে পারেন রোজ।