জেলায় বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা ১ লক্ষ ১১ হাজার

কোচবিহার জেলায় বাংলার বাড়ি প্রকল্পে ১ লক্ষ ১১ হাজার মানুষের নাম অনুমোদন হয়েছে। তারমধ্যে ৫০ শতাংশ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। বাকি উপভোক্তাদের টাকাও চলতি সপ্তাহের মধ্যে ঢুকে যাবে। এই টাকা পাওয়ার ক্ষেত্রে উপভোক্তাদের কাছে ‘ওটিপি’ যাচ্ছে। সাইবার অপরাধ ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ওটিপি কারও কাছে যেন উপভোক্তারা না বলেন সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্তক করা হচ্ছে।

জেলায় বিপুল সংখ্যক বাড়ি তৈরি হবে। এরজন্য পর্যাপ্ত পরিমাণে ইট, বালি, পাথর, সিমেন্ট, রড যাতে মজুত থাকে সেই দিকেও প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে। দাম যাতে বৃদ্ধি করা না হয় সেটা প্রশাসন দেখবে। প্রশাসনের পক্ষ থেকে উপভোক্তাদের জানিয়ে দেওয়া হচ্ছে, এই টাকা যাতে উপভোক্তারা বাড়ি তৈরি কাজেই ব্যবহার করেন তা বলে দেওয়া হচ্ছে।

অপরদিকে, জেলায় পঞ্চদশ অর্থ কমিশনের ১৯০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। তারমধ্যে এখনও পর্যন্ত ১৫৫ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। সেই নিরিখে ৮০ শতাংশের বেশি টাকা খরচ করা হয়েছে। টাকা খরচের নিরিখে কোচবিহার জেলা রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরেই প্রথম স্থানে। বুধবার কোচবিহার জেলাশাসকের দপ্তরের কনফারেন্স হলে অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) শান্তনু বালা, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) সৌমেন দত্ত সাংবাদিক সম্মেলন করে এই দুই বিষয়ে বিস্তারিত জানান