চারজনকে কৃতী কে সংবর্ধনা জানালো বেলাকোবা উচ্চ বালিকা বিদ‍্যালয়

৪৭৯ নম্বর পেয়ে জেলায় চতুর্থ স্থান অধিকার করেছে বেলাকোবা উচ্চ বালিকা বিদ‍্যালয়ের ছাত্রী তৃষা রায়। শুক্রবার স্কুলে মার্কশিট বিতরণের সময় সেই তৃষা রায় সহ ঝিলি দাস ( ৪৫২ ), অনুস্কা ভৌমিক ( ৪৪৫ ) এবং রাখি শিল ( ৪৪২ ) এই চারজনকে সংবর্ধনা জানালো স্কুল কর্তৃপক্ষ। স্কুল সূত্রের খবর, বেলাকোবা উচ্চ বালিকা বিদ‍্যালয়ে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ১৮১ জন। যার মধ্যে সাফল্যের দোড়গোড়ায় পৌছাতে পেরেছে ১৪৩ জন। এদের মধ্যে তৃষা স্কুলের সর্বোচ্চ নম্বরের পাশাপাশি জেলায় চতুর্থ স্থান অধিকার করেছে। ইতিমধ্যেই খুশীর হাওয়া স্কুলে। তাই বিদায় বেলা স্কুলের এই চার কৃতি ছাত্রীকে সংবর্ধনা জানালো স্কুল কর্তৃপক্ষ। তাদের হাতে ফুলের তোরা এবং মিষ্টি তুলে দিলেন স্কুলের সভাপতি সহ প্রধান শিক্ষিকা সহ অনান‍্য শিক্ষিকারা। ভবিষ্যতে ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন স্কুলের সভাপতি প্রসেনজিৎ দে।অন‍্যদিকে খুশির সাথে স্কুলের প্রধান শিক্ষকা ড. অর্পনা রায় বলেন, করোনা কাটিয়ে পড়ুয়ারা আবার তাদের নিজেদের ছন্দে ফিরতে চলেছে। ভবিষ্যতে WBCS অফিসার ইচ্ছে প্রকাশ করেন তৃষা।