ভোটের আগে বকেয়া টাকার জন্য ফের আন্দোলনে ঠিকাদার সংগঠন

বকেয়া,৬ কোটি ৭৮ লক্ষ্য, ভোটের আগে ফের আন্দোলনে ঠিকাদার সংগঠন। ২০২১ সালে অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন কাজে যুক্ত ঠিকাদার দের একটি অংশ আজও নিজেদের বকেয়া অর্থ না পাওয়ার দাবি তুলে পি ডাব্লিউ ডি অফিস সংলগ্ন রাস্তার পাশে অবস্থান কর্মসূচী শুরু করে।এই প্রসঙ্গে বকেয়া না পাওয়া কন্ট্রাক্টর হিমাদ্রী কর বলেন, ২০২১ সালে পূর্ত দপ্তরের হয়ে আমরা নির্বাচনী কাজ করেছিলাম যার বিল আজ পর্যন্ত আমরা পায়নি।