নির্বাচন পূর্বে ফের বিস্ফোরণ রাজ্যে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে ফের ঝরলো রক্ত! এবার উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় বোমা বাঁধার সময় বিস্ফোরণে প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম পরিতোষ মণ্ডল।

তিঁনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। সূত্রের খবর, সোমবার ভোররাতে বিস্ফোরণের বিকট আওয়াজে কেঁপে ওঠে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় শালিপুর। মাঠে বোমা বাঁধার কাজ করার সময়ই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। বোমা বাঁধার কাজ করছিলেন দুজন।

তার মধ্যে একজন গুরুতর জখম, অন্যজন ঘটনাস্থলেই প্রাণ হারান। এই দুজনার নামেই এর আগে পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে। হাড়োয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য বসিরহাটের জেলা হাসপাতালে পাঠিয়েছে। এই পরিস্থিতিতে কিভাবে শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন সম্ভব সেই নিয়েও উঠছে প্রশ্ন।