পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে কোচবিহার শহরে জনসংযোগ যাত্রা শুরু করল তৃণমূল কংগ্রেস

পৌরসভা নির্বাচনের আগে কোচবিহার শহরে জনসংযোগ শুরু করে দিলো তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা নেতৃত্বের উপস্থিতিতে জনসংযোগ কর্মসূচি শুরু হয়ে গেল।

এদিন জনসংযোগ কর্মসূচি চলাকালীন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা কমিটির চেয়ারম্যান উদয়ন গুহ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, কোচবিহার শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিত দে ভৌমিক সহ আরো অনেকে।

যদিও কোচবিহার পৌরসভার সহ অন্যান্য পৌরসভা নির্বাচন হবে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট বার্তা আসেনি কিন্তু সেই অপেক্ষায় থেমে নেই তৃণমূল কংগ্রেস। এখন থেকেই মাঠে নেমে প্রচার শুরু করে দিয়েছেন।

কোচবিহার শহরের বাম দুর্গ বলে পরিচিত ৩ নং ওয়ার্ডেই জনসংযোগের প্রথম দিন যাত্রা শুরু করলেন তারা। সমস্ত ওয়ার্ডে তারা জনসংযোগ কর্মসূচি চালাবেন বলে জানা গেছে। যাতে এবারও কোচবিহার পৌরসভার তৃণমূল কংগ্রেসের দখলে থাকে।

সূত্রে জানা গেছে, আগামী ২২ শে জানুয়ারি শহরের ১৫ নং ওয়ার্ডে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন ও জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উদয়ন গুহর উপস্থিতিতে জনসংযোগ কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস।

এ বিষয়ে দিনহাটার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা কমিটির চেয়ারম্যান উদয়ন গুহ বলেন, “এদিন থেকেই কোচবিহার জেলার ৬ টি পৌর এলাকার নির্বাচনকে সামনে রেখে প্রচারে কাজ শুরু হলো। সদর মহকুমার থেকেই সেই কর্মসূচির সূচনা করা হলো। প্রতিদিনই কিছু না কিছু কর্মসূচি বিভিন্ন জায়গায় আয়োজিত হবে তারই মধ্য দিয়ে প্রচার জোর কদমে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে তিনি জানান।

ইতিমধ্যেই পৌরসভা নির্বাচনের আগে কোচবিহার শহরে ক্রমেই তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি হচ্ছে। শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত বহু কর্মী-সমর্থক বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে কোচবিহার পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখলে থাকবে কিনা সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।