সময়মতো দপ্তরে না আসায় বেশ কয়েকজন আধিকারিক ও কর্মচারীকে শোকজ করলেন বিডিও। বুধবার সকাল ১০টা ৫মিনিট নাগাদ ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত অফিসে সারপ্রাইজ ভিজিট করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন।কিন্তু সেখানে গিয়ে দেখেন যে অফিসে কেউ নেই। এদিকে কয়েকজন নাগরিক ইতিমধ্যেই পরিষেবা নিতে চলে এসেছেন। একটু বাদেই কার্যালয়ে পৌঁছান গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম। এদিকে প্রায় সাড়ে ১০ টা বেজে গেলেও অধিকাংশ আধিকারিক বা কর্মচারী অনুপস্থিত ছিলেন। এরপরই বেশ কয়েকজন আধিকারিক ও কর্মচারীকে শোকজ করেন বিডিও। পাশাপাশি সময়মতো দপ্তরে না আসায় বিডিওর কাছে ধমক শুনতে হয় স্বাস্থ্যকর্মীকে।
বিডিও প্রশান্ত বর্মন বলেন, “নাগরিকদের সরকারি পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন দপ্তর রয়েছে। সেখানে পরিষেবা নিতে এসে নাগরিকরা হয়রানি হবেন তা ঠিক নয়। আমাদের এমন করা উচিত যাতে নাগরিকরা দপ্তরে এসে অপেক্ষা করতে না হয়, যারা দপ্তরের দায়িত্বে রয়েছেন তারাই অপেক্ষায় থাকবেন কখন নাগরিকদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া যায়।”