মেগা টুর্নামেন্টে রোহিত শর্মাদের জার্সি নিয়ে এবার বাগযুদ্ধ শুরু হল দুই দেশের বোর্ডের মধ্যে। গোটা ঘটনায় ক্ষিপ্ত পাক বোর্ডের দাবি, খেলার মধ্যে অযথা রাজনীতি করছে বিসিসিআই। বিষয়টি নিয়ে আইসিসির দ্বারস্থ হতে চলেছে পাক বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দলের পাকিস্তানে না যাওয়া নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। শেষ পর্যন্ত ভারতের শর্ত মেনে হাইব্রিড মডেলে খেলা হচ্ছে টুর্নামেন্ট। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর মাত্র এক মাস আগে ফের নতুন বিতর্ক মাথাচাড়া দিল। সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানের নাম রোহিতদের জার্সিতে লিখতে চায় না বিসিসিআই। সেই খবর ছড়াতেই ক্ষিপ্ত হয়ে উঠেছে পাক ক্রিকেট বোর্ড।
একটি সংবাদসংস্থার কাছে গোটা বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক পাক বোর্ডের এক আধিকারিক। তাঁর কথায়, “ক্রিকেটে রাজনীতি ঢোকাচ্ছে বিসিসিআই। ওরা পাকিস্তানে আসতে চায়নি। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য অধিনায়ককে পাঠাতে চায় না। এখন শুনছি আয়োজক দেশ পাকিস্তানের নামও নাকি জার্সিতে লিখবে না। আশা করি আইসিসি এমনটা হতে দেবে না। পাকিস্তানের পাশে থাকবে আইসিসি।”
উল্লেখ্য, দিনকয়েক আগে জল্পনা ছড়ায় যে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে হয়তো পাকিস্তানে যাবেন রোহিত। সেই নিয়ে বেশ আশাবাদী ছিল পাক বোর্ড। যদিও শেষ পর্যন্ত বিসিসিআই সূত্রের খবর, রোহিত পাকিস্তানে যাবেন না। হয়তো ভারতের অন্য কোনও প্রতিনিধিকে পাঠানো হবে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। এহেন পরিস্থিতিতে জার্সি নিয়ে শুরু হয়েছে নয়া সমস্যা। জার্সি বিতর্ক শেষ পর্যন্ত কোনদিকে মোড় নেয়, সেদিকে নজর রাখবে দুদেশের বোর্ডই। সাধারণত মেগা টুর্নামেন্টের আয়োজক দেশের নাম লেখা থাকে প্রত্যেক ক্রিকেটারের জার্সিতে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে কি সেই প্রথার অন্যথা ঘটবে?