সারাজীবন সত্যের পথে হেঁটেছেন তিনি৷ তাকে চেনেন সারা বিশ্বের মানুষ৷ অহিংসাকে জীবনের মূল মন্ত্র করে কঠিন থেকে কঠিনতম সংগ্রামে জয়ী হয়েছেন৷ তার নাম জগৎ জোড়া৷ তিনি আর কেউ নন দক্ষিণ আফ্রিকার মাটিতে দাঁড়িয়ে সর্ব প্রথম অহিংস আন্দোলন শুরু করা মহাত্মা গান্ধী৷ সেই দক্ষিণ আফ্রিকাতেই কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে তাঁরই প্রপৌত্রী আশিস লতা রামগোবিনের ওপর। শুধু তাই নয় জেল পর্যন্ত হল তাঁর। ৬.২ মিলিয়ন র্যান্ড (দক্ষিণ আফ্রিকার মুদ্রা) বা ভারতীয় মুদ্রায় ৩.৩৩ কোটি টাকা জালিয়াতির অভিযোগে সাত বছরের জেলের সাজা দেওয়া হল মহাত্মা গান্ধীর প্রপৌত্রী আশিস লতা রামগোবিনকে। ২০১৫ সালে এস আর মহারাজ নামে এক ব্যবসায়ীর থেকে মিথ্যে কাগজপত্র দেখিয়ে ওই টাকা হাতিয়েছিলেন লতা। ভারত থেকে তাঁর অর্ডার করা তিনটি কন্টেনার ভর্তি কাপড় বন্দর থাকে ছাড়াতে আমদানি শুল্ক বাবদ ওই টাকা নেন।
মহাত্মা গান্ধীর দ্বিতীয় ছেলে মনিলাল গান্ধীর মেয়ে এলা৷ তাঁরই মেয়ে লতা রামগোবিন৷ ৫৬ বছর আশিস লতাকে সাত বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে ডারবানের একটি আদালত৷ দক্ষিণ আফ্রিকার অ্যালায়েন্স ফুটওয়ার ডিস্ট্রিবিউটরের ডিরেক্টর এস আর মহারাজ৷ এই সংস্থা বিদেশে জুতো, জামা-কাপড় ইত্যাদি রফতানি করে৷ ২০১৫ সালে লতার সঙ্গে তাঁর পরিচয় হয়৷ অভিযোগ, লতা ওই ব্যবসায়ীকে তাঁর রফতানি সংক্রান্ত কাজের অভিজ্ঞতার কথা বলে প্রতারণার ফাঁদে ফেলে৷ লতার কথায় প্রভাবিত হয়ে তাঁকে অগ্রিম ওই টাকা দেন ব্যবসায়ী৷ কিন্তু পরে ওই ব্যবসায়ী বুঝতে পারেন তাঁকে প্রতারিত করা হয়েছে৷ তিনি লতার নামে অভিযোগ জানান৷