প্রয়াত হলেন বাংলাদেশের বর্ষীয়ান অভিনেতা মাসুম আজিজ। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। গত ৮ অক্টোবর ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি ঘটে। গত ১৩ অক্টোবর ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল অভিনেতাকে। কিন্তু শেষ রক্ষা হল না।
২০২২ সালের শুরু থেকেই ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। বছরের শুরু থেকে চিকিৎসা শুরু হলেও, গত মাস থেকে তাঁর অবস্থার অবনতি ঘটে। সে কারণে একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তারপর কিছুটা সুস্থ হওয়ার পর বাড়ি ফেরেন অভিনেতা। কিন্তু অক্টোবরের শুরুর দিকে আবারও অবস্থার অবনতি হয়, শুরু হয় শ্বাসকষ্ট।
সে কারণেই গত ৮ অক্টোবর আবারও তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কেমো থেরাপি দেওয়ার পর ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এর জেরেই ফুসফুসে ব্যাকটেরিয়া সংক্রমিত হয়। তাঁর অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি নাটক- ‘উড়ে যায় বকপক্ষী’, ‘তিন গ্যাদা’, ‘দুই দুকুনে চার’ ‘সাকিন সারিসুরি’। তাঁর চলে যাওয়ায় অভিনয় জগতের বড় ক্ষতি হয়ে গেল । তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলা সিনে দুনিয়া।