বঙ্গরত্ন কমলেশ সরকার আজ রাজবংশী ভাষায় “বাওকুমটা”নামে একটি বই প্রকাশ করলেন

বঙ্গরত্ন কমলেশ সরকার আজ রাজবংশী ভাষায় স্বরচিত একটি বই প্রকাশ করলেন।”বাকুমটা”নামে এই বই তে তিনি রাজবংশী দের সংস্কৃতির কথা তুলে ধরেছেন।এই বই টি পড়ে রাজবংশী দের সংস্কৃতি সম্বন্ধে জানা যাবে ।তবে বই টি প্রকাশ করবার অনুষ্ঠানে একরাশ দুঃখ প্রকাশ করেছেন।

লেখক কমলেশ বাবু জানিয়েছেন,স্বাধীনতার এতো বছর পরেও আমাদের উত্তরবঙ্গে সেই রকম কোনো প্রকাশনা সংস্থা নেই যারা বই প্রকাশ করতে পারে।আমাদের আজও কলকাতার বই প্রকাশনা সংস্থার দিকে তাকিয়ে থাকতে হবে।কোচবিহার তথা উত্তরবঙ্গের লেখকদের একটি বই প্রকাশ করবার জন্যে প্রচুর কাঠ খড় পোরাতে হয়।