নতুন রূপে সেজে উঠছে বেঙ্গালুরু মেট্রো স্টেশন

Estimated read time 1 min read

দেশের বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। ভারতীয় রেল সময়ের সাথে তাল মিলিয়ে মেট্রো পরিষেবায় এনেছে বদল। এবার বেঙ্গালুরু মেট্রো বাঁশের থিমের মেট্রো স্টেশন তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিতে চলেছে। তাদের বাঁশ বাজার মেট্রো স্টেশন সাজিয়ে তোলা হবে বাঁশের সাহায্যে।

ব্যাম্বু সোসাইটি অফ ইন্ডিয়ার (বিএসআই) চেয়ারম্যান পুনাতি শ্রীধর এবং প্রাক্তন বন সংরক্ষক বলেছেন, বাঁশের থিম ভিত্তিক একটি স্টেশন তৈরির জন্য যোগাযোগ করা হয়েছিল বেঙ্গালুরু মেট্রো কর্পোরেশনের সাথে। সেই প্রস্তাবে মিলেছে সম্মতি।

স্থানীয় ও ভারতীয় বাঁশের সাহায্যে সবুজায়ন করা হবে মেট্রো ট্র্যাক ও স্টেশনের বিভিন্ন অংশ। ত্রিপুরার বাম্বুসা তুলদা কাঠ ব্যবহার করা হবে। ল্যান্ডস্কেপ, খোলা জায়গা এবং কারুকাজও করা হবে বাঁশের সাহায্যে। কাজগুলি শুরু হয়ে যাবে আগামী তিন-চার মাসের মধ্যে। আনুমানিক ৫ থেকে ৬ কোটি টাকা খরচ হতে পারে এই কাজের জন্য।

You May Also Like

More From Author