বন্ধন ব্যাংকের রিটেল লোন বুকের বৃদ্ধি ৮৭%

২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে বন্ধন ব্যাংক। এইসময়ে ব্যাংকের রিটেল লোন বুকে ৮৭% বৃদ্ধি ঘটেছে। টোটাল ডিপোজিটের ক্ষেত্রে ব্যাংকের রিটেল শেয়ার বর্তমানে ৭১%। ৮ বছরেরও কমসময়ে বন্ধন ব্যাংক এই ত্রৈমাসিকে তাদের শাখার সংখ্যা তিন গুণ করতে সক্ষম হয়েছে। এইসময়কালে টোটাল বিজনেস ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ১১% বেড়ে ২.১১ লক্ষ-কোটি টাকা হয়েছে। দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৪টিতে ৬১৪০টি ব্যাংকিং আউটলেটের মাধ্যমে বন্ধন ব্যাংক ৩.০৭ কোটি গ্রাহককে পরিষেবা দিয়ে চলেছে। বর্তমানে এই ব্যাংকের কর্মীর সংখ্যা ৭২০০০-এরও বেশি।

এফওয়াই২৪-এর প্রথম অন্তিম ত্রৈমাসিকে ব্যাংকের ডিপোজিট বুক আগের বছরের ত্রৈমাসিকের থেকে ১৬% বেড়েছে। বর্তমানে টোটাল ডিপোজিট ১.০৮ লক্ষ-কোটি টাকা। ওভারঅল ডিপোজিট বুকে কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্টের অনুপাত এখন ৩৬%। অ্যাডভান্সের ক্ষেত্রে বিগত বছরের থেকে ৭% বৃদ্ধি ঘটেছে। বর্তমানে টোটাল অ্যাডভান্সের পরিমাণ ১.০৩ লক্ষ-কোটি টাকা। ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিয়ো ১৯.৮%, যা প্রয়োজনের থেকে অনেক বেশি।

পূর্ব ও উত্তরপূর্ব ভারতে সীমাবদ্ধ না থেকে বন্ধন ব্যাংক অন্যান্য স্থানেও প্রসারিত হয়ে চলেছে। ব্যাংকের পোর্টফোলিওতে বৃদ্ধি ঘটছে এসএমই লোন, গোল্ড লোন, পার্সোনাল লোন, অটো লোন ইত্যাদির।