বন্ধন ব্যাংকের আর্থিক ফলাফল

২০২১-২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে বন্ধন ব্যাংক। সঙ্কটময় অর্থনৈতিক পরিস্থিতিতেও এই ব্যাংকের ব্যবসাবৃদ্ধি ঘটে চলেছে। ২০২১ সালের ৩০ জুন অবধি বন্ধন ব্যাংকের ব্যবসা বৃদ্ধি ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ১৭ শতাংশ বেড়ে হয়েছে ১.৫৭ লক্ষ-কোটি টাকা। ৫৫৭৪টি ব্যাংকিং আউটলেটের মাধ্যমে এই ব্যাংক পরিষেবা দেয় ২.৩৫ কোটি গ্রাহককে। ব্যাংকের কর্মীসংখ্যা ৫১,০৫৪। পূর্ব ও উত্তরপূর্ব ভারত ছাড়িয়ে বন্ধন ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্ক ক্রমেই প্রসারিত হচ্ছে।

বর্তমান অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে বন্ধন ব্যাংকের ডিপোজিট বুক ২৮ শতাংশ বেড়েছে বিগত বছরের একই সময়কালের তুলনায়। বর্তমানে টোটাল ডিপোজিট ৭৭৩৩৬ কোটি টাকা। কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট (সিএএসএ) বুক ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ে ব্যাংকের রিটেল ডিপোজিট বুকে বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে – ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ৩৬ শতাংশ বেড়ে ৪৭০৮৫ কোটি টাকা হয়েছে। ‘রিটেল টু টোটাল’ ডিপোজিটের শেয়ার এখন ৮৩ শতাংশ। অ্যাডভান্সের ক্ষেত্রে বিগত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় ৮ শতাংশ বৃদ্ধি ঘটেছে। টোটাল অ্যাডভান্সের বর্তমান পরিমাণ ৮০১২৮ কোটি টাকা। এই ব্যাংকের ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিয়ো (সিএআর) ২৪.৮ শতাংশ, যা রেগুলেটরি রিকয়্যারমেন্টের থেকে অনেক বেশি।