বড় খুশির খবর, বহু বিতর্কের পর আবারও কেন্দ্র সরকারের তরফে বাংলায় নতুন করে আরও এক বন্দেভারত এক্সপ্রেস আসতে চলেছে৷ অপেক্ষা মাত্র আর ১৫ দিনের৷ তবে এবার বদলাতে পারে পথ, আর কলকাতা থেকে নয়। দ্বিতীয় বন্দে ভারত চলবে এনজেপি-গুয়াহাটি রুটে। সম্প্রতি নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলের তরফে এমনই এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহেই উদ্বোধন করা হতে পারে বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের।
জানা যাচ্ছে, আপাতত সপ্তাহে ২ দিন এনজিপি-গুয়াহাটি রুটে এই ট্রেনটি চলবে। তবে বাংলা যে দ্বিতীয় বন্দে ভারত পেতে চলেছে, সেই ইঙ্গিত আগেই মিলেছিল। ইতিমধ্যেই ঢেলে সাজানো হচ্ছে নিউ জলপাইগুড়ে স্টেশনকে। যার ফলে উত্তরবঙ্গের বাসিন্দারা ব্যাপক সুবিধা পেতে চলেছে।
বিশেষ সূত্রে দাবি, আনুষ্ঠানিকভাবে ট্রেনের টাইম টেবিল এখনও পর্যন্ত নির্দিষ্ট করা না হলেও, সম্ভবত ভোরের দিকেই গুয়াহাটি থেকে রওনা দেবে বন্দে ভারত। এনজেপি পৌঁছবে দুপুরের দিকে৷ দুপুরের পর সেটি ফের এনজেপি থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা দেবে। এদিকে, হাওড়া থেকে যে বন্দে ভারত এক্সপ্রেসটি ছাড়ে, সেটি এনজেপি পৌঁছায় বেলা দেড়টা নাগাদ। ফলে সময় নষ্ট করে ওইদিনই পর্যটকেরা গুয়াহাটির উদ্দেশে রওনা দিতে পারবেন।